google-site-verification: googleb04a37af74033f5a.html আপনার windows 8.1 কিছুদিন পর লাইসেন্স কী চায় ? আসুন এক ক্লিকেই অ্যাক্টিভ করে ফেলি আপনার উইন্ডোজটি | কম্পিউটার এবং এন্ড্রয়েট সমস্যার সমাধান

আপনার windows 8.1 কিছুদিন পর লাইসেন্স কী চায় ? আসুন এক ক্লিকেই অ্যাক্টিভ করে ফেলি আপনার উইন্ডোজটি

আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন।তার আগে একটা কথা বলে নেই কম্পিউটার এবং আন্ড্রয়েট নিয়ে সবসময় এক্তু  নারানারি করি তাই জ্ঞান খুব সীমিত ।বুজতেই পারছেন নুতন হাতের লেখা তাই ভুল  হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেই যে ডিস্ক  গুলর মাধ্যমে সেগুলর বেশির ভাগ ডিস্ক এই উইন্ডোজ আক্টিভেটর থাকে না বা আপনার উইন্ডোজ টি আক্টিভেট করলেও দেখা যায় কিছু দিন পর উইন্ডোজ তি আক্টিভেট করতে  বলে জা আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় সমস্যার সৃষ্টি করে। যাই হক কথা না বারিয়ে আমরা দেখবো কিভাবে এক ক্লিক করে ছোট একটা সফটওয়ারের মাধ্যমে  আপনার উইন্ডোজ টি আক্টিভ  করা জায়।

১। প্রথমেই নিচের লিংক থেকে  জীপ ফাইল টি ডাউনলোড করে নিন
     http://bdupload.net/qdpkcbvmvtwz
২। তারপর জীপ ফাইল টির ভিতর থেকে KMS 8.1 ফোল্ডারটি আনজীপ করুন
৩। এখন KMS 8.1 নামের সফটওয়্যারটি রান করুন নিচের মত আসবে

৪। তারপর এক চাপুন




৫। ব্যাচ একটু ওয়েট করুন নিচের ছবির মত  Windows Activate successfully দেখালে কাজ শেষ


ব্যাচ উপভোগ করুন করুন আপনার উইন্ডোজ টি কোন প্রকার লাইসেন্স কী ছাড়া । আসা করি ভাল লাগলে  কমেন্ট করে  জানাবেন। আপনাদের উৎসাহের কারনেই ভাল ভাল পোস্ট দিতে পারব। আজকের মত ভাল থাকবেন।


























0 মন্তব্য(গুলি):