google-site-verification: googleb04a37af74033f5a.html আপনার Mozilla Firefox এর internet Speed বাড়িয়ে নিন ১০০% এবং download করুন সুপার ফাস্ট গতিতে। | কম্পিউটার এবং এন্ড্রয়েট সমস্যার সমাধান

আপনার Mozilla Firefox এর internet Speed বাড়িয়ে নিন ১০০% এবং download করুন সুপার ফাস্ট গতিতে।


আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন ।আমরা যারা indianvisa online এর কাজ করি তারা ভাল করেই জানি ইন্টারনেট স্পীড ফাস্ট হওয়া ও দ্রুত ট্যাব খলা কতটা জরুরি। তাই আপনার  internet speed fast হওয়ার সাথে সাথে আপনার Mozilla Firefox ফাস্ট হওয়া দরকার।   আমি খুব ছোট জ্ঞানের মানুষ ।তাই ভুল  হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হক কথা না বারিয়ে আমরা দেখবো কিভারে Mozilla Firefox ইন্টারনেট স্পীড বাড়িয়ে ১০০% করা যায় । শুরু করা যাক

১।প্রথমে Mozilla Firefox ওপেন করুন
 ২।তারপর  address bar এ লিখুন About:memory তাপর ক্লিক করুন ছবি অনুযায়ী ক্লিক করুন

৩।এবার minimize memory usage  তে ক্লিক করুন।

৪।এবার আবার এড্রেস বারে লিখুন About:config এবং ইন্টার প্রেস করুন। I’ll be careful, I promise এ ক্লিক করুন।


৫।তারপর সার্চ করুন “pipelining” . মাউস এর Right button এ ক্লিক করে toggle করুন ১ম, ৩য় এবং শেষ লাইন। তারপর ৫নাম্বার লাইনে মাউসের Right button এ ক্লিক করে modify এ ক্লিক করুন এবং স্টাটাস ৮ করে দিন।বাদবাকি ধাপগুল একি ভাবে করুন

৬।তারপর আবার সার্চ করুন browser.tabs.a এবং প্রথম লাইন Toggle করুন।
৭। আবার সার্চ করুন browser.display.show_image এবং এখানে একটি লাইনি আসবে Toggle করে দিন
৮।এবার সার্চ করুন Network.DNS এবং প্রথম লাইন Toggle করে দিন।
৯। এবার সার্চ করুন browser.cache.use এবং প্রথম লাইনে মাউসের Righ button এ ক্লিক কর modify এ ক্লিক করুন। 0 দেয়া আছে 1 করে দিয়ে Ok করুন।
১০। এবার সার্চ করুন accessibility.typeaheadfind.enablesound এবং প্রথম লাইন Toggle করে দিন। তারপর ৪র্থ লাইনে মাউসের Right বাটানে ক্লিক করে New তে ক্লিক করুন এবং integer এ ক্লিক করুন 0 করে দিন।
১১। এবার ইন্টারনেট কানেকশন দিয়ে  Google এ  search  দিন" Fasterfox " নামের  Addons  টি।  install  দিন

১২.তারপর Mozilla firefox Add  on  অপসনে  গিযে  Fasterfox  এর  option  এ যান ও  ছবি অনুযায়ী  Turbo charge /Strong  সিলেক্ট
 ১৩। ব্যাস কাজ শেষ

১৪।এবার Mozilla firefox দিয়ে  উপভোগ করুন full speed এ ব্রাউজ এবং ডাউনলোড করুন
১৫
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন
১৬।প্রিয় ভিজিটর আগামি পোস্টের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
















0 মন্তব্য(গুলি):