google-site-verification: googleb04a37af74033f5a.html কম্পিউটার এবং এন্ড্রয়েট সমস্যার সমাধান

গার্লফ্রেন্ডর কি কথা বলছে অন্যের সাথে তার মোবাইলের সব কল,এসএমএস, ফেসবুক হিস্টোরি ,কমেন্ট এবং এখন কোথায় আছে তাহলে সরাসরি সবকিছু দেখুন তাও আবার আপনার ফোনে..!

গার্লফ্রেন্ড কে কি সন্ধেহ করেন !তবে দেখুন গার্লফ্রেন্ড কি কথা বলছে অন্যের সাথে বা তার মোবাইলের সব কল,এসএমএস, ফেসবুক হিস্টোরি এবং এখন কোথায় আছে তাহলে সবকিছু দেখুন সরাসরি  আপনার ফোনে..!

 

 আসসালামু আলাইবুম সবাই কেমন আছেন? আশা করি সববাই ভাল আছেন। টাইটেল দেখেইত মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা কররা হবে।তাহলে বেশি কথা না বললে কাজের কথায় আসি।

আপনার কি সন্দেহ আপনার গার্লফ্রেন্ড এর উপর। আপনি কি মনে করেন আপনার গার্লফ্রেন্ড অন্য কারো সাথে কথা বলে। আপনি কি জানতে চান কি কথা বলেবা তার মোবাইলের সব কল,এসএমএস, ফেসবুক হিস্টোরি এবং এখন কোথায় আছে তাহলে এই অ্যাপস আপনার জন্যই। এই অ্যাপসটি আপনার গার্লফ্রেন্ড এর ফোনে ইন্সটল করে দিন ব্যাস আপনার কাজ শেষ। এখুন শুধু দেক্তে থাকুন আপনার গার্লফ্রেন্ডের সব কারবার।

জাজা লাগবেঃ

১। আপনার ও আপনার গার্লফ্রেন্ড এর এন্ড্রয়েট ফোন
২। আপ্স টী দুজনের ফনেই ইন্সটল থাকতে হবে
৩।ইন্টারনেট কানেকশন

যেভাবে কাজ করেঃ 

১। যেহেতু এটি প্যাঁইড আপস প্রাইসঃ৪.৬০ ডলার প্লে স্টোরে তাই প্রথমেই নিচের লিঙ্ক থেকে ছোট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
(ডাউনলোড )
২।  দুজনের ফনেই  আপ্সটি ইন্সটল করুন এবং বামে সুইফ করুন
৩। করলে দুজনেই একটা করে আইডি নাম্বার পাবেন

৪। এখন আপনি আপনার ফোনে আপনার গার্লফ্রেন্ড এর আইডি নাম্বার দিয়ে কানেক্ট করুন
৫।  কানেক্ট করলে আপনার গার্লফ্রেন্ড এর কাছে রিকুয়েস্ট পাঠাবে তাকে অ্যাকছেপ্ট করতে বলুন


৬। আর প্রব্লেম হলে রিফ্রেশ বাটনে ক্লিক করুন
৭।  কানেক্ট হলে বিভিন্ন অপশন থেকে তার মোবাইলের সব কল,এসএমএস, ফেসবুক লাইক,কমেন্ট  এবং এখন কোথায় আছে(জিপিএস ট্র্যাকিং)  সব জানতে পারবেন
৮। বাস কাজ শেষ আর মজা দেখুন আপনার গার্লফ্রেন্ডের সব কারবার।


বিঃদ্রঃ আপনার গার্লফ্রেন্ডের চাইলে একি ভাবে আপ্নারটিও ট্র্যাক করতে পারবে সেক্ষেত্রে আপনার আইডি নাম্বার দিয়ে কানেক্ট করতে দিতে হবে।

 আমাদের পোস্ট ভাল লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পেজ ও ব্লগ  এ কমেন্ট করে জানাবেন।সেই সাথে আমাদের পেজ ও পোস্ট ইনভাইট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ততদিন নুতন পোষ্টের জন্য সঙ্গেই থাকুন
                                                                                      ................................. ধন্যবাদ।









0 মন্তব্য(গুলি):

এখন শুধু অ্যানড্রয়েড ব্যবহারকারিরা "Whaff" অ্যাপ থেকে প্রতিদিন আয় করুন ৪-৬+ডলার বা তারও বেশী(With Payment Proof)

এখন শুধু অ্যানড্রয়েড ব্যবহারকারিরা "Whaff" অ্যাপ থেকে প্রতিদিন আয় করুন ৪-৬+ডলার বা তারও বেশী(With Payment Proof)

প্লে স্টোর থেকে অ্যাপ install করে টাকা আয় করার জন্য অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপ আছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো WHAFF Rewards। এর অসাধারন সব ফীচার একে দারুন জনপ্রিয় করে তুলেছে।এতে টাকা আয় করতে হলে আপনাকে এতে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটি কোড চাইবে। আপনি তখন এই কোডটি ইউজ করবেন "CN71363"এই কোডটি ব্যবহার করলে আপনি ইন্সট্যান্টলি $0.3০ পাবেন।আমি জানি কোন রেফারেল দেয়া নীতিতে নেই কিন্তু কোন কোড ব্যবহার করা ছাড়া লগ ইন করতে পারবেন না। তাই এই কোডটি দিতে হলো। তাই সবার সার্থেই কোডটি দিতে হলো। এটা কোন ফেসবুক ফিশিং না। আপনি গুগলে সার্চ করে বা প্রে স্টোরে ইউজার রিভিও দেখে বিষয়টি নিস্চিত হতে পারেন। আর এটি প্লে স্টোর থেকে 1 মিলিওনের বেশি বার ডাউনলোড করা হয়েছে।



এবার দেখা যাক কিভাবে আয় করতে পারবেন : এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি অ্যাপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা সহজ। চলুন দেখি আয় করার পদ্ধতি গুলো:
  1. প্লে স্টোর থেকে WHAFF এ দেয়া কোন অ্যাপ Install করলেই পবেন $0.05-$0.12 পর্যন্ত।
  2. WHAFF দিয়ে Install করা অ্যাপটি প্রতিদিন ব্যবহার করলেই পাবেন $0.02-$0.1 পর্যন্ত। তবে একটি নির্দিষ্ট সময় দিন পর্যন্ত পাবেন।
  3. WHAFF দিয়ে install করা অ্যাপটি uninstall না করলে প্রতিদিন পাবেন $0.01-$0.1 পরযন্ত।
  4. প্রতিদিন WHAFF এ attendance চেক করলে পাবেন $0.01
আরও জানুন »

0 মন্তব্য(গুলি):

কোন প্রকার ডাটা ক্যাবল বা কার্ড রিডার ছাড়া অনায়াসে আপনার কম্পিউটার এবং এন্ড্রয়েটের মাঝে অডিও, ভিডিও, ইমেজসহ সকল ফাইল শেয়ার করুন

কোন প্রকার ডাটা ক্যাবল বা কার্ড রিডার ছাড়া অনায়াসে আপনার কম্পিউটার এবং এন্ড্রয়েটের মাঝে অডিও, ভিডিও, ইমেজসহ সকল ফাইল শেয়ার করুন

 আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন।বর্তমানে এনড্রয়েট সেট ব্যবহার করিনা এমন কমি আছি। যাইহোক যাদের কম্পিউটার  এবং  এন্ড্রয়েটের দুটি আছে তারা অনেক সময় কম্পিউটার এবং এন্ড্রয়েটের মাঝে অডিও, ভিডিও, ইমেজসহ আরও অনেক কিছু শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনাকে ডাটা ক্যাবল বা কার্ড রিডার  প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনার ডাটা ক্যাবল বা কার্ড রিডার নাও থাকতে পারে যাই হক দেখুন কিভাবে কম্পিউটার এবং এন্ড্রয়েটের মাঝে ফাইল কোন প্রকার ডাটা ক্যাবল বা কার্ড রিডার ছারা ফাইল শেয়ার করা যায়।

স্টেপঃ

১।প্রথমে আপনি প্লে স্টোর থেকে shareit টি ইন্সটল করে নিন
২। কম্পিউটারের ভার্সনের জন্য নিচের লিঙ্ক থেকে shareit ডাউনলোড করে নিন ও পিসি তে ইন্সটল দিন
৩। তারপর সফটওয়্যারটি পিিসিতে রান করুন

 ৪। এখন  যা পাঠাতে চান পিসি থেকে তা সেন্ড বোতামে ক্লিক করে Brows বা টেনে এনে যোগ করে নেক্সট এ ক্লিক করুন

৫। আপনার এখন এন্ড্রয়েট সেটটিতে shareit অন করে Recieve বোতামে ক্লিক করুন

 ৬। yes আসলে ওকে করুন ব্যাস শেষ দেখুন কিভাবে খুব দ্রুত কোন প্রকার ডাটা ক্যাবল বা কার্ড রিডার ছাড়া অনায়াসে আপনার কম্পিউটার এবং এন্ড্রয়েটের মাঝে অডিও, ভিডিও, ইমেজসহ সকল ফাইল শেয়ার হচ্ছে।

 আমাদের পোস্ট ভাল লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পেজ ও ব্লগ  এ কমেন্ট করে জানাবেন।সেই সাথে আমাদের পেজ ও পোস্ট ইনভাইট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ততদিন নুতন পোষ্টের জন্য সঙ্গেই থাকুন                                                                                       ................................. ধন্যবাদ।


0 মন্তব্য(গুলি):

আপনার Internet Download Manager টি fake Serial Key দেখাচ্ছে তবে এক নিমেষেই ফুল ভার্সন করে ফেলি ও ইউটিউব থেকে ইচ্ছামত ডাউনলোড করি

আপনার Internet Download Manager টি বারবার fake Serial Key দেখাচ্ছে তবে এক নিমেষেই ফুল ভার্সন করে ফেলি ও Firefox এর মাধ্যমে ইউটিউব থেকে ইচ্ছামত ডাউনলোড করি।


আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন। আমরা  যারা কম্পিউটার ব্যবহার করি কমবেসি সবাই জানি Internet Download Manager কথা।এটির প্রতিদ্বন্দ্বী কোন Download Manager নেই। যাইহোক অনেক সমায় আমরা Internet Download Manager ইন্সটল দেই তখন বা কিছুদিন পর এটি fake Serial Key দেখায় আরও অনেক সমায় youtube থেকে ডাউনলোড করার সমায় এটি আর কাজ করে না বা এটি দিয়ে ডাউনলোড দেওয়া যায় না।এটি সাধারণত হয়ে থাকে আপনার Internet Download Manager টির যে প্লাগিন থাকে সেটি Firefox এর অ্যাড অন এ কম্প্যাটিবল হয় না যে কারনে আপনি  youtube থেকে ডাউনলোড করতে পারেন না।যাইহোক আজ আমরা দেখবো কিভাবে এটিকে ফুল ভার্সন করা যাই ও youtube থেকে ইচ্ছামতো ডাউনলোড  করতে পারি।

 স্টেপঃ

 ১। প্রথমে নিচের লিঙ্ক থেকে পরস্পর উপযোগী Internet Download Manager ও Firefox নামে Zip ফাইল ডাউনলোড করে নিন।
      
 ২। যদি Zip ফাইল ওপেনার না থাকে তবে নিচের লিঙ্ক থেকে Zip ফাইল ওপেনার ডাউনলোড করে নিন

৩। এখন   Firefox টি আগে ইন্সটল করে নিন

৪। Internet Download Manager টি ইন্সটল দেওয়ার আগে  একটি কথা আপনি যদি windows 8.1 or 8 এর  Windows Defender চালান তবে নিচের মত করে Real time Protection mode অফ করে দিন বা অন্য কন অ্যান্টিভাইরাস চালান তবুও সেটির Real time Protection mode অফ করে দিন না হলে Internet Download Manager এর Patch file টি ভাইরাস হিসাবে ধরবে রান করতে দিবে না।


 ৫। এখন Internet Download Manager নামে  জীপ ফাইল টির ভিতর ডুকে  idman623build11.exe ইন্সটল করে নিন এবং ইন্সটল শেষে রান না করে সফটওয়্যারটি ক্লোজ করুন।
৬।তারপর আপনার কম্পিউটারের নিছের দিকে Taskbar এ গিয়ে মাউসের রাইট বাঁটন ক্লিক  করে দেখুন Internet Download Manager টি বাকগ্রাউন্ডে চলছে কিনা দেখে নিন
৭। যদি নিছের ছবির মত Internet Download Manager টি বাকগ্রাউন্ডে চলে থাকে তবে  তবে সিলেক্ট করে End Task এ ক্লিক করুন আর যদি না চলে তবে বের হয়ে আসুন।


  ৮। আবার আপনি Internet Download Manager নামে  জীপ ফাইল টির ভিতর  Patch নামে ফোল্ডার টির ভিতরে   ডুকে internet.download.manager.6.x.x.update.8-patch.exe ফাইল রান করুন দেখুন নিছের মত আসবে


 ৯। এখন patch লেখাতে ক্লিক করুন করলে দুইবার wing লিখে ok দিন


 ১০। যখন File Patched !ok দেখাবে নিছের ছবির মত তখন Exit চেপে বেরিয়ে আসুন  ব্যাস কাজ শেষ আপনার Internet Download Manager টি ফুল ভার্সন হয়ে গেল চিরদিনের জন্য। 
১১। এখন আপনার ইন্সটল করা Firefox টি রান করুন করলে Internet Download Manager এর প্লাগিন আসলে টিক দিয়ে ওকে করুন  ।
১২। Firefox টির ভিতর মাউসের রাইট বাঁটন ক্লিক  করে  option এ দেখুন Internet Download Manager এর আইকন আসছে কিনা আসলে বুজবেন আপনার Internet Download Manager টি Firefoxটির সাথে কম্প্যাটিবল হইছে অর্থাৎ আপনি এখন অনায়াসে ইউটিউ ভিডিও ডাউনলোড করতে পারবেন।

বিঃদ্রঃ  Firefox এবং Internet Download Manager কখনো আপডেট দেওয়া যাবে না ।

 

 আমাদের পোস্ট ভাল লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পেজ ও ব্লগ  এ কমেন্ট করে জানাবেন।সেই সাথে আমাদের পেজ ও পোস্ট ইনভাইট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ততদিন নুতন পোষ্টের জন্য সঙ্গেই থাকুন

                                                                                      ................................. ধন্যবাদ।

0 মন্তব্য(গুলি):

আপনার এন্ড্রয়েট সেট থেকে এখন ইচ্ছামত (Youtube) থেকে যেকোনো কোয়ালিটির ভিডিও ডাউনলোড করুন নিমিষেই

আপনার এন্ড্রয়েট সেট থেকে এখন ইচ্ছামত  ইউটিউব (Youtube) থেকে যেকোনো কোয়ালিটির ভিডিও ডাউনলোড করুন  নিমিষেই


আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন।বর্তমানে এনড্রয়েট সেট ব্যবহার করিনা এমন কমি আছি। যাইহোক  এনড্রয়েট ব্যবহারকারীরা সাধারণত ইউটিউব  (Youtube) থেকে ডাউনলোড করতে  চান কিন্তু কোন উপায় খুজে পান না বেশির ভাগ ব্যবহারকারীরা। যাই হক আজ আমি আপনাদের সাথে ইউটিউব এর ন্যায় একটি সফটওয়্যার শেয়ার করছি যেটি দিয়ে আপনি ইচ্ছামতো যেকোনো কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন।

১। প্রথমেই নিচের লিঙ্ক থেকে ছোট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

      ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

২।সফটওয়্যারটি ওপেন করুন নিচের মত

৩। যেটি ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন

৪। তারপর সবুজ তির চিহ্নতে ক্লিক করুন দেখুন নিছের মত আসবে
৫।কোয়ালিটি সিলেক্ট করে আবার সবুজ তির চিহ্নতে ক্লিক করুন দেখুন ব্যাস ডাউনলোড হওয়া সুরু হবে


 আমাদের পোস্ট ভাল লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পেজ ও ব্লগ  এ কমেন্ট করে জানাবেন।সেই সাথে আমাদের পেজ ও পোস্ট ইনভাইট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ততদিন নুতন পোষ্টের জন্য সঙ্গেই থাকুন
                                                                                      ................................. ধন্যবাদ।


























0 মন্তব্য(গুলি):

আপনার এনড্রয়েট সেটটি প্যাটার্ন লক (Pattern Lock ) করেছেন বারবার ভুল প্যাটার্ন দেওয়ার কারনে,ভাবছেন কেয়ারে যেতে হবে। তবে এক নিমিষেই লকটি আনলক করে ফেলুন


আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন।বর্তমানে এনড্রয়েট সেট ব্যবহার করিনা এমন কমি আছি। যাইহোক এমন কমি এনড্রয়েট ব্যবহারকারী আচ্ছেন যারা অন্তত দু একবার প্যাটার্ন লক (Pattern Lock )  এ পরেন নাই।এটি সাধারণত অসাব্ধানবসত অথবা ছোট বাচ্ছাদের দারা বারবার ভুল প্যাটার্ন দেওয়ার কারনে।চিন্তার কারন নেই আজ আমি আপনাদের দুটি পদ্ধতি দেখাব।তাছারা আরও অনেক পদ্ধতি আছে সেগুলো অ্যাডভানস  ব্যবহারকারী জন্য। সেগুলো নিয়ে আজ আলোচনা করচিনা।   
 বিঃদ্রঃ এগুলো সব আপনাকে নিজ দায়িত্তে করতে হবে । কন প্রকার সেটের প্রব্লেম বা ক্ষতির বা ওয়াররেন্টির জন্য আমি দায়ী থাকব না।

পদ্ধতি১ঃএই পদ্ধতি সব ব্যবহারকারী জন্য। এতে সকল ডাটা ফাইল মুছে যাবে। যেমন কিনেছিলেন তেমন হবে।

১। প্রথমে  লক সেটটিকে পুরাপুরি অফ করে নিন
২।এখন সেটটির প্রথমে 'volume+' press করে  + তারপর  'Home key' press করে+ এখন 'power key'একসাথে  চেপে ধরে অন  করুন। এটি সাধারণত ( walton & symphony) ব্র্যান্ডের  ক্ষেত্রে।তবে ব্র্যান্ড ভেদে এটি নিচের যেকোনো একটি কমান্ড কাজ করতে পারে।
       Volume Down + Power button.
       Volume Up + Power button.
       Volume Up + Home + Power button.
       Volume Up + Camera button.
       Home + Camera button.
       Home + Power button

৩। তারপর আপনার এনড্রয়েট  সেটটি  "Recovery Mode" এ যাবে। যদি নিচের মত ছবি আসে তবে "power key" press করুন।




৪। "power key" press করার ফলে নিছের মত "Recovery Mode" এ অপশন আসবে।

.৫।এখন "volume-" key দিয়ে নিছের দিকে "wipe data/factory reset অপশনে আসুন(একটি কথা শুধু "volume-" key দিয়ে ওপরে নিচে যাবেন এবং শুধু "volume+" key সিলেক্ট করবেন walton & symphony ব্র্যান্ডের  ক্ষেত্রে )
 

৬। তারপর "volume+" key দিয়ে এন্টার করুন দেখুন নিচের মত yes or no অপশন আসবে
৭।এখন "volume-" key দিয়ে নিছের দিকে "Yes--delete all user data" অপশনে আসুন এবং "volume+" key দিয়ে এন্টার করুন।
৮।ব্যাস কাজ শেষ কিছুক্ষন সময় নেবে দেখুন আপনার সেটটি আবার আগের মত নতুন হয়ে গেছে



পদ্ধতি২ঃএই পদ্ধতি সব ব্যবহারকারী জন্য। এতে সকল ডাটা ফাইল মুছে যাবে না। ইন্টারনেট কনেকশন অন থাকতে হবে। গুগল অ্যাকাউন্ট একটিভ থাকতে হবে।

১।প্রথমে প্লে স্টোরে যে ইমেইল দিয়ে লগিন করেছিলেন সেটি ও তার পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। সাকসেসফুল হলে  কিছুক্ষনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে এবং নতুন পাসওয়ার্ড বা pattern দিতে বলবে। নতুন পাসওয়ার্ড দিন এবং ফোন খুলে যাবে।

 আমাদের পোস্ট ভাল লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পেজ ও ব্লগ  এ কমেন্ট করে জানাবেন।সেই সাথে আমাদের পেজ ও পোস্ট ইনভাইট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ততদিন নুতন পোষ্টের জন্য সঙ্গেই থাকুন
                                                                                      ................................. ধন্যবাদ।




0 মন্তব্য(গুলি):

আপনার পেন্ড্রাইভ বা কম্পিউটারটি শর্টকাট ভাইরাস (Shortcut Virus) ভরে গেছে কোন ফাইল দেখতে পারছেন না? তাহলে আসুন এক নিমেষেই শেষ করে ফেলি শর্টকাট ভাইরাস গুলি



আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন।  প্রতিদিন পেন্ড্রাইভ এ করে ফাইল আদান প্রদান করার কারনে দেখা যায় আপনার পেন্ড্রাইভ বা কম্পিউটারটির ফাইল গুলো শর্টকাট ভাইরাসে  পরিনিত হইছে আর তখনি বিপদ না পারবেন কোন ফাইল ওপেন করতে না পারবেন কোন ফাইল সেন্ড করতে আর যেখানেই সেন্ড করবেন সেখানেই শর্টকাট ভাইরাসে পরিনিত হবে।মহা বিপদ। চিন্তার কোন কারন নেই আজক আমরা   দেখব কিভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে এক ক্লিক করেই ভাইরাস সরানো যায়

১।প্রথমেই নিচের লিংক থেকে Antivirus নামে জীপ ফাইল টি ডাউনলোড করে আনজীপ করুন
http://bdupload.net/4d0kll219s3k
২।তারপর আনজীপ করা ফোল্ডারটির ভিতর দুটা ফাইল পাবেন সেখান থেকে ShortCut Virus Remover সফটওয়্যারটি কপি করুন
৩।এখন ধরুন আপনার পেন্ড্রাইভ টি  ভাইরাস শর্টকাট এ পরিনিত হইছে ।
৪। এখন কপি করা ShortCut Virus Remover নামের সফটওয়্যারটি সেই ফোল্ডারের ভিতর পেস্ট করুন


৫।এবার এন্টার প্রেস করুন এবং কিছুখন অপেক্ষা করুন

৫। তারপর cleaning process complete!!  লেখা দেখালে কাজ শেষ আবার Enter প্রেস করুন


৬। তাপরে যদি কোন অ্যাডিশনাল ফাইল থাকে নিছের সবির মত তবে সেগুলো ডিলিট করুন। ফাইনালি কাজ সেস।



৭।এখন টিক একই কাজ করুন আপনার পেন্ড্রাইভ বা কম্পিউটারটির যে যে ফোল্ডারে শর্ট কাট ভাইরাস হইছে

আসা করি ভাল লাগলে  কমেন্ট করে  জানাবেন। আপনাদের উৎসাহের কারনেই ভাল ভাল পোস্ট দিতে পারব। আজকের মত ভাল থাকবেন।






























0 মন্তব্য(গুলি):

আপনার windows 8.1 কিছুদিন পর লাইসেন্স কী চায় ? আসুন এক ক্লিকেই অ্যাক্টিভ করে ফেলি আপনার উইন্ডোজটি

আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন।তার আগে একটা কথা বলে নেই কম্পিউটার এবং আন্ড্রয়েট নিয়ে সবসময় এক্তু  নারানারি করি তাই জ্ঞান খুব সীমিত ।বুজতেই পারছেন নুতন হাতের লেখা তাই ভুল  হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেই যে ডিস্ক  গুলর মাধ্যমে সেগুলর বেশির ভাগ ডিস্ক এই উইন্ডোজ আক্টিভেটর থাকে না বা আপনার উইন্ডোজ টি আক্টিভেট করলেও দেখা যায় কিছু দিন পর উইন্ডোজ তি আক্টিভেট করতে  বলে জা আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় সমস্যার সৃষ্টি করে। যাই হক কথা না বারিয়ে আমরা দেখবো কিভাবে এক ক্লিক করে ছোট একটা সফটওয়ারের মাধ্যমে  আপনার উইন্ডোজ টি আক্টিভ  করা জায়।

১। প্রথমেই নিচের লিংক থেকে  জীপ ফাইল টি ডাউনলোড করে নিন
     http://bdupload.net/qdpkcbvmvtwz
২। তারপর জীপ ফাইল টির ভিতর থেকে KMS 8.1 ফোল্ডারটি আনজীপ করুন
৩। এখন KMS 8.1 নামের সফটওয়্যারটি রান করুন নিচের মত আসবে

৪। তারপর এক চাপুন




৫। ব্যাচ একটু ওয়েট করুন নিচের ছবির মত  Windows Activate successfully দেখালে কাজ শেষ


ব্যাচ উপভোগ করুন করুন আপনার উইন্ডোজ টি কোন প্রকার লাইসেন্স কী ছাড়া । আসা করি ভাল লাগলে  কমেন্ট করে  জানাবেন। আপনাদের উৎসাহের কারনেই ভাল ভাল পোস্ট দিতে পারব। আজকের মত ভাল থাকবেন।


























0 মন্তব্য(গুলি):

আপনার Mozilla Firefox এর internet Speed বাড়িয়ে নিন ১০০% এবং download করুন সুপার ফাস্ট গতিতে।


আচ্ছালামুয়ালিকুম আপ্নারা সবাই কেমন আছেন ।আমরা যারা indianvisa online এর কাজ করি তারা ভাল করেই জানি ইন্টারনেট স্পীড ফাস্ট হওয়া ও দ্রুত ট্যাব খলা কতটা জরুরি। তাই আপনার  internet speed fast হওয়ার সাথে সাথে আপনার Mozilla Firefox ফাস্ট হওয়া দরকার।   আমি খুব ছোট জ্ঞানের মানুষ ।তাই ভুল  হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হক কথা না বারিয়ে আমরা দেখবো কিভারে Mozilla Firefox ইন্টারনেট স্পীড বাড়িয়ে ১০০% করা যায় । শুরু করা যাক

১।প্রথমে Mozilla Firefox ওপেন করুন
 ২।তারপর  address bar এ লিখুন About:memory তাপর ক্লিক করুন ছবি অনুযায়ী ক্লিক করুন

৩।এবার minimize memory usage  তে ক্লিক করুন।

৪।এবার আবার এড্রেস বারে লিখুন About:config এবং ইন্টার প্রেস করুন। I’ll be careful, I promise এ ক্লিক করুন।


৫।তারপর সার্চ করুন “pipelining” . মাউস এর Right button এ ক্লিক করে toggle করুন ১ম, ৩য় এবং শেষ লাইন। তারপর ৫নাম্বার লাইনে মাউসের Right button এ ক্লিক করে modify এ ক্লিক করুন এবং স্টাটাস ৮ করে দিন।বাদবাকি ধাপগুল একি ভাবে করুন

৬।তারপর আবার সার্চ করুন browser.tabs.a এবং প্রথম লাইন Toggle করুন।
৭। আবার সার্চ করুন browser.display.show_image এবং এখানে একটি লাইনি আসবে Toggle করে দিন
৮।এবার সার্চ করুন Network.DNS এবং প্রথম লাইন Toggle করে দিন।
৯। এবার সার্চ করুন browser.cache.use এবং প্রথম লাইনে মাউসের Righ button এ ক্লিক কর modify এ ক্লিক করুন। 0 দেয়া আছে 1 করে দিয়ে Ok করুন।
১০। এবার সার্চ করুন accessibility.typeaheadfind.enablesound এবং প্রথম লাইন Toggle করে দিন। তারপর ৪র্থ লাইনে মাউসের Right বাটানে ক্লিক করে New তে ক্লিক করুন এবং integer এ ক্লিক করুন 0 করে দিন।
১১। এবার ইন্টারনেট কানেকশন দিয়ে  Google এ  search  দিন" Fasterfox " নামের  Addons  টি।  install  দিন

১২.তারপর Mozilla firefox Add  on  অপসনে  গিযে  Fasterfox  এর  option  এ যান ও  ছবি অনুযায়ী  Turbo charge /Strong  সিলেক্ট
 ১৩। ব্যাস কাজ শেষ

১৪।এবার Mozilla firefox দিয়ে  উপভোগ করুন full speed এ ব্রাউজ এবং ডাউনলোড করুন
১৫
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন
১৬।প্রিয় ভিজিটর আগামি পোস্টের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
















0 মন্তব্য(গুলি):

MX Player এর "This audio format(AC3)is not supproted" অডিও সমস্যার চিরস্থায়ী সমাধান




Android Phone ব্যবহার করি এমন কমি আছি যে MX Player চিনিনা।প্রায় আমরা সবাই ব্যবহার করি। এটি অ্যান্ড্রয়েড ফোনের সেরা প্লেয়ার। যা নিয়ে মনে হয়না কারো মতভেদ নেই।
কিন্তু অনেক সময় দেখা যায় MX Player এ সব HD Videos চললেও অডিও চলেনা । ওপেন করলে লিখা আসে {This audio format(AC3)is not supproted
এই সমস্যা দেখা দিয়েছে MX Player ১.৭.৩০ এর পরের সব ভার্সনে। এটি MX Player Codec এর সমস্যা। যাই হক চিরস্থায়ী সমাধানঃ
১। নিচের লিঙ্ক থেকে প্রথমে codec টা download করে নিন তার পর step ও picture অনুযায়ী কাজ করুন
২।লিঙ্কঃhttp://bdupload.net/vjmg0d3mxlvt
৩।Screenshot গুলো দেখে MX Player এর Setting এ যান।
৪।তারপর Decoder এ ঢুকে একদম নিচে আসুন।
৫।এখন Custom Codec গিয়ে আমার দেয়া জিপ ফাইলটি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে যান এবং জিপ ফাইলটি সিলেক্ট করে Use default codec এ প্রেস করুন।
৬।এখন আপনার সামনে আরো একটি মেসেজ দেখাবে এরকম (Restarting application on reload codec) এবং এতে Ok চাপুন৷
কাজ শেষ এবং এখন আপনি যে কোন ভিডিও দেখুন ও কোন সমস্যা ছাড়াই স্পষ্ট শুনুন।
কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।
.........ধন্যবাদ সবাইকে।

1 মন্তব্য(গুলি):